মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স.): মুম্বই শহরতলি (মহারাষ্ট্র নগর) ম্যানখুরদে বাড়ি ভেঙে ৩ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন কমপক্ষে ১২ জন| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্র নগরের বস্তি এলাকায় ভেঙে পড়ে তিনটি একতলা বাড়ি| এলপিজি গ্যাস সিলিন্ডার লিক হওয়ায় জোরালো বিস্ফোরণ হয়| এরপরই ভেঙে পড়ে তিনটি একতলা বাড়ি|
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে ২৬ জনকে উদ্ধার করে| গুরুতর আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে শতাব্দী হাসপাতাল এবং সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম হল, রেখা ওয়াংখেড়ে (৩০), শঙ্কর ওয়াংখেড়ে (৩৮) এবং কস্তুরবা ওয়াংখেড়ে (৬০)|
2016-12-15