বীরগঞ্জে চলন্ত গাড়িতে প্রতিবন্ধী মহিলা ও তেলিয়ামুড়ায় শিশুকন্যা ধর্ষিতা, বিলোনীয়ায় নাবালিকার শ্লীলতাহানি

rapelogoনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, বিলোনীয়া, তেলিয়ামুড়া, ১৪ ডিসেম্বর৷ ফের চলন্ত গাড়ীতে গণধর্ষণ৷ এবারে প্রতিবন্ধী মহিলা পাশবিকতার শিকার৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা অমরপুর মহকুমায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশ অন্ধকারেই হাতরাচ্ছে৷ অভিযুক্ত তিনজন পালিয়ে আত্মগোপন করেছে৷ আটক করতে পারেনি গাড়িটিও৷ বুধবার বিকাল চারটা নাগাদ এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে অমরপুরের বীরগঞ্জ থানার অধীন চন্ডীপাড়া এলাকায়৷ সংবাদে প্রকাশ, চল্লিশ বছর বয়সী ঐ প্রতিবন্ধী মহিলা বামপুর থেকে অমরপুর যাওয়ার জন্য একটি কমান্ডার জীপে উঠেন৷ জীপে তিনজন ছিলেন চালক সহ৷ জীপটি বীরগঞ্জ থানার অধীন চন্ডীপুর এলাকায় পৌঁছতেই চালক উত্তম দাস ও বলরাম নাথ সহ শম্ভু নামে তিন ব্যক্তি তাকে দফায় দফায় ধর্ষণ করেছে গাড়িতেই৷ তারপর মাঝপথে শম্ভু গাড়ি থেকে নেমে যায়৷ অন্য দুইজন মহিলাকে হুমকি দিয়েছে যাতে এই বিষয়ে কাউকে কিছু না বলে৷ যদি তিনি মুখ খুলেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে৷ তারপর ঐ প্রতিবন্ধী মহিলাকে অমরপুরে নামিয়ে কমান্ডার জীপটি নিয়ে পালিয়ে যায় চালক উত্তম দাস ও তার সাকরেদ বলরাম নাথ৷
পরে ঐ মহিলা বীরগঞ্জ থানায় যান৷ সেখানে গিয়ো গোটা ঘটনা খুলে বলেন এবং একটি অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগ মূলে পুলিশ একটি মামলা নিয়েছে৷ বীরগঞ্জ থানায় মামলার নম্বর ৫৯/১৬৷ মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্তু পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ এমনকি কমান্ডর জীপটি পর্যন্ত সনাক্ত করতে পারেনি৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
এদিকে, এই ঘটনার পর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ময়দানে নেমেছে৷ স্থানীয় নারী নেত্রীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে বীরগঞ্জ থানায় ডেপুটেশন দিয়েছেন৷ ওসির কাছে দাবী জানিয়েছেন অবিলম্বে অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তার করতে হবে৷ পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নির্যাতিতাকে সব ধরনের সরকারী সহযোগিতা করার জন্য আর্জি জানিয়েছে৷ প্রসঙ্গত, গত তিনদিনে রাজ্যের বিভিন্ন স্থানে তিনজন ধর্ষিতা হয়েছেন৷ এরমধ্যে দুইজন নাবালিকা এবং একজন মাঝবয়সী মহিলা৷ যদিও সোমবার রাজ্য পুলিশ প্রধান কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রাজে ধর্ষণ, শ্লীলতাহানি সহ নারী সংক্রান্ত অপরাধের ঘটনা হ্রাস পাচ্ছে৷ পুলিশের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়ার তিনদিনের মধ্যে গড়ে প্রতিদিন একজন করে নারী ধর্ষণের ঘটনা ঘটছে৷
এদিকে, দক্ষিণ জেলায় বিলোনিয়ার সোনাইছড়িতে একটি মুদির দোকানের জিনিসপত্র কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে এক নাবালিকা৷ এব্যাপারে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের নাম সুধীর শীল৷ জানা যায়, নাবালিকা কন্যাটি সুধীর শিলের দোকানে জিনিস কিনতে গেলে একা পেয়ে তার শ্লীলতাহানি করে৷ নাবালিকাটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পরিবারে তরফে অভিযুক্ত সুধীর শিলের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷
রাজ্যে নারী দরদি সংগঠন গুলির সক্রিয়তার মধ্যেই নারী ধর্ষণ নারী নির্যাতন কিংবা নাবালিকা নির্যাতনের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে৷ এবার এক সুকল পড়ুয়া নাবালকের নির্যাতনের শিকার হল এক সাত বছরের নাবালিকা৷ ঘটনা তেলিয়ামুড়া বাইশঘরিয়া এলাকায়৷ এই বিষয়ে একটি মামলা তেলিয়ামুড়া থানায় নথিভুক্ত হলেও, রাতে সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেনি পুলিশ৷ ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়া বাইশঘরিয়া এলাকার প্রথম শ্রেণীতে পাঠরত নাবালিকা পাশের বাড়িতে খেলা করার সময় ওই বাড়িরই ১৬ বছরের নাবালক তাকে নিজ ঘরে ডেকে নিয়ে নাকি ধর্ষণ করে৷ পরবর্তী সময় নাবালিকার মা গিয়ে সেখান থেকে উদ্ধার করে নির্যাতিতা নাবালিকা৷ ঘটনা সোমবার বিকেলে৷ এদিকে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে এলাকায় মীমাংসা সভা হওয়ার ও কথা ছিল৷ কিন্তু দুদিনেও মীমাংসা সভা না হওয়াতে বুধবার রাতে নাবালিকার মা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে৷ পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৭৬ নং ধারায় অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে৷ যার নম্বর ৯৪/২০১৬৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *