সোনামুড়ায় ঘরের বেড়া কেটে ঢুকে স্বর্ণালঙ্কার সহ দামী জিনিষপত্র চুরি, কর্ণেল চৌমুহনীতে হাতেনাতে ধৃত চোর

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ সোনামুড়া শহরের প্রাণকেন্দ্র পুরাতন সিনেমাহল সংলগ্ণ এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল ঘরের বেড়া কেটে ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে প্রায় পাঁচ ভরি পরিমাণ রুপো, নগদ টাকা ও একটি ক্যামেরা হ াতিয়ে নিয়ে গেছে৷ জানা যায়, বাচ্চু মিয়ার বািিড়তে এক ব্যক্তি ভাড়া থাকতেন৷ ঐ ব্যক্তি গতকাল রাতে সপরিবারে আত্মীয়বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন৷ রাত আটটায় বাড়ি থেকে বের হন৷ সাড়ে নয়টায় ফিরে আসেন৷ দেড় ঘন্টা সময়ের মধ্যে এই ঘটনা সংগঠিত করেছে৷ বাড়ির মালিক অবশ্য বাড়িতেই ছিলেন৷ ভাড়াটিয়া ঘরে চুরির ঘটনা ঘটলেও তিনি নাকি কিছুই টের পাননি৷ প্রায় দুমাসে আগে একই ঘর থেকে একটি ল্যাপটপও চুরি হয়েছিল৷ পর পর চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায়, ঐ এলাকায় নেশাগ্রস্ত লোকদের আনাগোনা রয়েছে৷ ঐসব নেশাগ্রস্তরাই এই ঘটনা সংগঠিত করেছে বলে আশঙ্কা৷ এব্যাপারে সোনামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷
কর্ণেল চৌমুহনী এলাকায় মঙ্গলবার বাড়িতে ঢুকে এক যুবকের মানিব্যাগ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে চোর৷ তার নাম শিবাজি সাহা৷ তাকে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা যায়, বাড়িরমালিকের পুত্র বাইকে রেখে মানিব্যাগটি প্যান্টের পকেট থেকে খুলে ঘরে রেখেছিল৷ তখনই শিবাজি সাহা নামে ঘরে ঢুকে মানিব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে৷ চিৎকার করলে স্থানীয় লোকজনরা তাকে পাকড়াও করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হ য়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *