রাজ্যে বেসরকারী ক্ষেত্রে চালু ক্যাশলেস লেনদেন

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়েছে ক্যাশলেস লেনদেন৷ এই ক্যাশলেস লেনদেনে মিশ্র সাড়া লক্ষ্য করা গিয়েছে৷ পেট্রোল পাম্পগুলিতে এদিন সকাল থেকেই ডেবিট ও ক্রেডিট কার্ড সু্যুইপ করে লেনদেন করেছেন গ্রাহকরা৷ অন্যদিকে, বিভিন্ন শপিং মল কর্তৃপক্ষ ক্যাশলেস লেনদেনে অনেকটাই হয়রানির শিকার হয়েছেন ক্রেতারা৷ কার্ড স্যুইপ করার মেশিন অনেক ক্ষেত্রেই ঠিকঠাকভাবে কাজ করেনি৷ অনেক সময়ই অফলাইন হয়ে থাকে এই মেশিন তাতে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ক্রেতাদের৷
এদিন, আগরতলা শহরের প্রায় প্রতিটি পাম্পেই পেট্রোল ও ডিজেল ক্রয় করতে গিয়ে ক্যাশলেস লেনদেন করেছেন গ্রাহকরা৷ গ্রাহকদের বক্তব্য হচ্ছে যদি স্যুইপ মেশিন ঠিকঠাক কাজ করে তাহলে তাদের ক্যাশলেস লেনদেনে কোন আপত্তি নেই৷ গ্রাহকদের সুরে সুর মিলিয়ে শহরের একটি পেট্রোল পাম্পের ডিলার জানিয়েছেন নতুন এই প্রথায় তাদের কোন আপত্তি নেই৷ বরং গ্রাহকদের সুবিধাই হবে ক্যাশলেস লেনদেনে৷ আইওসি কর্তৃপক্ষের নির্দেশে পাম্প ডিলাররা মঙ্গলবার থেকেই ক্যাশলেস লেনদেনের জন্য পর্যাপ্ত সংখ্যায় কার্ড স্যুইপ মেশিনের ব্যবস্থা করেছে৷ অন্যদিকে, শহরের বেশ কয়েকটি শপিং মলেও এদিন ক্যাশলেস লেনদেনের জন্য স্যুইপ মেশিনের ব্যবস্থা করেছে৷ তবে কয়েকটি শপিং মলে এদিন ক্যাশলেস লেনদেনে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ক্যাশিয়ারদের৷ তাদের বক্তব্য কিছুক্ষণ বাদেবাদেই স্যুইপ মেশিন কাজ করেনি৷ তাতে ক্রেতারা বিরক্তি বোধ করেন৷ তাদের দাবি স্যুইপ মেশিন যদি ঠিকঠাক কাজ করে তাহলে ক্যাশলেস লেনদেনে তাদের কোন আপত্তি নেই৷ শপিং মলের জনৈক ক্যাশিয়ার জানিয়েছেন, এই ক্যাশলেস লেনদেনে ধীরে ধীরে ক্রেতারাও স্বাচ্ছন্দ পাবেন৷ কারণ এর জন্য নগদ টাকা নিয়ে আসার ঝামেলা থাকছে না৷
ক্যাশলেস লেনদেন রাজ্যের রাজধানী আগরতলা শহর সহ বেশ কয়েকটি মহকুমাতে এদিন চালু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ তবে তা একাংশ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুবিধাজনক হলেও সিংহভাগ মানুষের ক্ষেত্রেই তা এখনও ঝামেলাপূর্ণ৷ অনেকেই এই ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত নন৷ বর্তমানে রাজ্যে আশি শতাংশ লোকের ব্যাঙ্ক একাউন্ট রয়েছে৷ যাদের ব্যাঙ্ক একাউন্ট নেই তাদের মধ্যে বেশীরভাগই ইট ভট্টা ও চা বাগান শ্রমিকরা৷ যদিও ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ঐসব শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্ট খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকেও গ্রামে গঞ্জে আল্ট্রা স্মল ব্যাঙ্ক শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *