নোট উদ্ধারের পালা অব্যাহত, বেঙ্গালুরুতে উদ্ধার ২.২৫ কোটির নতুন নোট

524644-520920-rs-2000-notes-bundle-reutersনয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): দেশজুড়ে অবৈধ নোট উদ্ধারের পালা অব্যাহত| ৱুধবার সকালেই বেঙ্গালুরুতে হানা দিয়ে উদ্ধার হল ২.২৫ কোটির নতুন নোট| চণ্ডীগড় থেকে উদ্ধার করা হয়েছে নতুন নোটের ২ কোটিরও বেশি টাকা| আর গোয়ায় ৬৭ লক্ষ টাকার নতুন নোট সহ গ্রেফতার করা হয়েছে এক বাইক আরোহীকে|
অন্যদিকে, দিল্লির করোলবাদ এলাকায় একটি হোটেলে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে ৩.২৫ কোটি টাকার পুরনো নোট| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে| সু্যটকেস ও কার্ডবোর্ডের বাক্সভর্তি ওই অচল নোট নিয়ে মুম্বই উড়ে যাওয়ার ছক কষেছিল ধৃতরা| গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে হানা দেয় দিল্লি পুলিশ ও আয়কর দফতরের আধিকারিকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *