দিল্লির করোলবাগে হোটেলে হানা আয়কর দফতরের, উদ্ধার ৩.২৫ কোটি টাকার পুরনো নোট

rupee-banনয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল প্রভাবের জেরে ‘কালো টাকা’ উদ্ধার অব্যাহত| এবার দিল্লির করোলবাগে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে ৩ কোটি ২৫ লক্ষ টাকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার করল আয়কর দফতর| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে| কি করে এতগুলি টাকা এখানে এল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের|
গোপন সূত্রে খবর পেয়ে, করোলবাগ এলাকায় অবস্থিত ওই হোটেলে হানা দেয় আয়কর দফতর ও দিল্লি পুলিশের বিশেষ দল| হোটেলের দুটি ঘরে তল্লাশি চালিয়ে সু্যটকেস ও কার্ডবোর্ডের বাক্স থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে উদ্ধার করা হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা|
এদিকে, গত সোমবার সন্ধেয় মহারাষ্ট্রের থাণে এলাকা থেকে নতুন নোটে এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ| সেখানে তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়| মঙ্গলবারই নভি মুম্বই থেকে উদ্ধার করা হয় ২৩.৭০ লক্ষ টাকা|