চাকমাঘাটে চলন্ত ইকো গাড়িতে আগুন, চাঞ্চল্য

car-fireনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ ডিসেম্বর৷৷ রহস্যজনক ভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে পুড়ে গিয়েছে একটি ইকো গাড়ি৷ গ্যাসচালিত এই গাড়িতে আচমকা আগুন লাগার ফলে চালক সহ অন্যান্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া চাকমাঘাটের বিশ্বকর্মী ঘাট এলাকায়৷
প্রতিদিনের মতোই তেলিয়ামুড়া কৃষ্ণুপুর এলাকার নেপাল দাস সদ্য ক্রয় করা নিজের ইকো গাড়ি নিয়ে মুঙ্গিয়াকামীতে যায়৷ টিআর-০৬-০৭১৮ নম্বরের ইকো গাড়ি নিয়ে মঙ্গলবার বিকাল তিনটা নাগাদ তেলিয়ামুড়া আসার পথে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়৷ গাড়িতে আগুন লাগার আঁচ পেয়ে চালক গাড়ি ফেলে বেরিয়ে যায়৷ গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পরে একটি বিদ্যুতের খঁুটির সাথে আটকে যায়৷ কিন্তু তখনও গাড়িত আগুন জ্বলছিল৷ পরে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ ততক্ষণে ইকো গাড়িটি পুড়ে যায়৷ গাড়ির চালক তথা মালিক নেপাল দাসের বক্তব্য গাড়িতে কোন যাত্রী ছিলনা৷ তবে গ্যাস চালিত গাড়িতে আচমকা আগুন লাগার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *