কুয়াশাচ্ছন্ন দিল্লি সহ গোটা উত্তর ভারত, ব্যহত রেল ও বিমান চলাচল

fogনয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার দাপটে বিপর‌্যস্ত রাজধানী সহ গোটা উত্তর ভারত| ৱুধবারও কুয়াশা থেকে মুক্তি পাওয়া গেল না| রাজধানীতে এদিনও ব্যহত হয়েছে রেল ও বিমান চলাচল| বাতিল করা হয়েছে ১৩টি ট্রেন| যে কারণে সমস্যায় পড়েছেন বহু যাত্রী| দেরিতে চলেছে ৬১টি ট্রেন| সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৭টি ট্রেনের| শুধু রেলই নয়, প্রভাব পড়েছে বিমান চলাচলেও| বাতিল করা হয়েছে ৩টি অন্তদের্শীয় উড়ান| ৬টি উড়ানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে| নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলেছে ৩টি আন্তজার্তিক উড়ানও|
দিল্লির পাশাপাশি ঘন কুয়াশাচ্ছন্ন উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড| উত্তর প্রদেশের বারাণসীতে এদিন সকালে রাস্তায় আলো জ্বালিয়ে রাখা হয়| দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারের নিচে| একই অবস্থা উত্তরাখণ্ডের হলদোয়ানিতে| ঠান্ডার কামড়ে জৱুথৱু স্থানীয় মানুষজন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *