নযাদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : ৱিরাশি ৱছরে পা রাখলেন রাষ্ট্রপতি প্রণৱ মুখোপাধ্যায়| রৱিৱার রাষ্ট্রপতির জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি টু্যইটারে জানিয়েছেন, এমন একজন জ্ঞানী ও সুপণ্ডিত ৱ্যক্তিকে রাষ্ট্রপতি হিসেৱে পেয়ে ভারত গর্ৱিত| যিনি দেশের স্বার্থকে সৱার উপরে দেখেন| প্রণৱ মুখোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থ জীৱনেরও প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী| ২০১২ সালের ২৫ জুলাই ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেৱে দায়িত্ব গ্রহণ করেন প্রণৱ মুখোপাধ্যায়| জন্মদিনে প্রণৱ মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| টুইট ৱার্তায় তিনি লিখেছেন, মাননীয় রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা| ইশ্বর তাঁকে সুস্থ রাখুন| দীর্ঘায়ু কামনা করি| কেন্দ্রীয় মন্ত্রী ৱেঙ্কাইয়া নাইডু শুভেচ্ছাজ্ঞাপন করে জানিয়েছেন, মাননীয় রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা| সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি| আপনার নেতৃত্বে দেশ লাভৱান হয়েছে| রাষ্ট্রপতিকে টু্যইটে শুভেচ্ছা ৱার্তা পাঠিয়েছেন পশ্চিমৱঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ৱন্দ্যোপাধ্যায়ও| ভারতীয় যুৱ কংগ্রেসের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে প্রণৱ মুখোপাধ্যায়কে|
2016-12-11