যৌথবাহিনীর গুলিতে হত দুই সশস্ত্র জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ বহু সামগ্রী

PISTOLকোকরাঝাড় (অসম), ১০ ডিসেম্বর, (হি.স.) : যৌথবাহিনীর গুলিতে ধরাশায়ী হয়েছে এনডিএফবি (সং)-এর দুই সশস্ত্র ক্যাডার। নিহতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণের খাদ্য ও অন্যান্য সামগ্রী। গুলিবিদ্ধ নিহতদের সক্রিয় জঙ্গি রংজসুলা এবং স্থানীয় সদস্য ঘাওরাও নার্জারি বলে পরিচয় পাওয়া গেছে।
আজ এই তথ্য দিয়ে বিটিএডি-র আইজিপি লজ্জারাম বিষ্ণোই (আইএএস) জানিয়েছেন, গোসাঁইগাঁওয়ের অক্সিগুড়ি জঙ্গলে এনডিএফবি-র কয়েকজন সশস্ত্র ডেরা পেতেছে বলে তাঁদের কাছে নির্দিষ্ট খবর আসে। ওই খবরের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর ৩ রাজপুত রেজিমেন্ট, অসম পুলিশ এবং ৩১ এসএসবি-র দলবল নিয়ে সংশ্লিষ্ট জঙ্গলে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। সে সময় এলাকায় পাঁচ-ছয়জন সন্দেহজনক যুবককে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে সাইকেলে বোঝাই করে খাদ্য সামগ্রী নিয়ে গভীর জঙ্গলের দিকে ঢুকতে দেখেন তাঁরা। অভিযানকারী যৌথবাহিনীকে দেখেই সাইকেল বোঝাই খাদ্য সামগ্রী ফেলে আচমকা ওই যুবকরা গুলি বর্ষণ করতে করতে অদৃশ্য হয়ে যায়। শুরু হয়ে যায় চোরা-হামলা। জঙ্গিদের গুলি বর্ষণ এক সময় থমকে যায়।
পরবর্তীতে আজ শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাস্থলে দুটি লাশ দেখে তাদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং এরাই যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির সঙ্গে যুক্ত ছিল সে ব্যাপারে নিশ্চিত হন।
আইজিপি বিষ্ণোই জানান, নিহতদের মধ্যে একজনকে সশস্ত্র জঙ্গি প্রশিক্ষিত রংজসুলা এবং অপরজনকে স্থানীয় জঙ্গি সদস্য ঘাওরাও নার্জারি বলে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি একে ৫৬ সিরিজের রাইফেল, একটি ২১ রাউন্ড বুলেট ভরতি ম্যাগাজিন, একটি দুই রাউন্ড বুলেট ভরতি ম্যাগাজিন-সহ ৭.৬৫ এমএম পিস্তল, ৯ রাউন্ড ৭.৬৫ খালি বুলেট, দুটি ৭.৬২ একে ৫৬ সিরিজের বুলেট, ডোরা কাটা নীল-কালো তিনটি কম্বল, একটি কমলা রঙের তোয়ালে, চামড়ার একটি কালো জ্যাকেট, চারটি উলের জ্যাকেট, একটি জিনস শার্ট, একটি কালো হাফপ্যান্ট, একটি সোলার প্লেট, এক জোড়া হাওয়াই চপ্পল, একটি টুথ ব্রাশ, একটি কাঁচি, একটি প্লাস্টিক হাতব্যাগ, একটি কমব্যাট ক্যাপ, একটি উলের টুপি, কফ সিরাপের একটি শিশি, কিছু ট্যাবলেট ও ভিকস, তিনটি মোবাইল হ্যান্ডসেট-সহ তিনটি চার্জার, দিয়াশলাই-এর দুটি প্যাকেট, দুটি টর্চ, দুটি চিরুণি, দুই বোতল পানীয় জল, কালো রঙের একটি ব্যাগ, এগারো টুকরো সুপারি, কালো রঙের ত্রিপাল, দুই ব্যাগ ডাল-৯ বোতল সরষে তেল-এক ব্যাগ বেগুন-মূলা-শুকলো লঙ্কা এবং ২৫ কিলোগ্রাম মাংস-এক বস্তা আলু-বাঁধাকপি-এক বস্তা চাল বোঝাই চারটি বাই-সাইকেল ইত্যাদি।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *