বঞ্চনার প্রতিবাদে বিজেপি ওবিসি মোর্চার ডেপুটেশন এসডিএমকে

bjp-obc-morchaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ বামফ্রন্ট সরকারের ওবিসি বিদ্বেষী কার্যকলাপে রাজ্যে ওবিসি জনগণকে শিক্ষা চাকুরীসহ সর্বক্ষেত্রে পাশাপাশি ওবিসি সংরক্ষণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত দায়ে শুক্রবার ভারতীয় জনতা পার্টি রাজ্য ওবিসি মোর্চার পক্ষ থেএক ডেপুটেশন প্রদান করা হয় সদর মহকুমা শাসকের নিকট৷ ডেপুটেশনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি রাজ্য ওবিসি মোর্চার পক্ষ থেকে জানানো হয় যে বর্তমানে রাজ্যে মোট জনসংখ্যার মতে ৪২ শতাংশ ওবিসি জনগণ কার্যকলাপে আজও শিক্ষা চাকুরী সহ সর্বক্ষেত্রে সংখ্যানুপাতিক ওবিসি সংরক্ষণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত৷ তারা আরও জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবং বিরোধী দলের দাবী থাকা শর্তেও রাজ্যে বিধানসভায় ওবিসি সংরক্ষণ বিল এনে রাজ্যে বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণ চালু করেনি এবং রাজ্য সরকার তা সংখ্যাধিক্ষ্যের জোরে খারিজ করে দেয় বলে অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য ওবিসি মোর্চা৷ রাজ্যে বামফ্রন্টের ওবিসি বঞ্চনার প্রতিবাদে আজকের এই ডেপুটেশন বলে জানানো হয় ভারতীয় জনতা পার্টি রাজ্য ওবিসি মোর্চার পক্ষ থেকে৷ এদিকে, এদিন বিজেপির ওবিসি মোর্চার একটি মিছিল এসডিএম অফিসের সামনে গেলে সেখানে পুলিশ মিছিলের গতি রোধ করে৷ এনিয়ে  সংগঠনের কর্মকতারা পুলিশের ভূমিকার সমালোচনা করেন৷ এনিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *