প্রকাশ্যে ওকে জানুর নতুন পোস্টার

ok-jaanuমুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : মুক্তি পেল ওকে জানুর নতুন পোস্টার| এই পোস্টারেরও আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে দেখা গেছে | তবে প্রতিবারের মতো এবার আর একটা নয়| একসঙ্গে দুটি পোস্টার রিলিজ করেছে| ছবিটি পরিচালনা করছেন করণ জোহর | পরের বছর ১৩ জানুয়ারি মুক্তি পাবে ওকে জানু|
এই পোস্টারগুলির সঙ্গে আসল তামিল ছবির পোস্টারটির অনেক মিল আছে| শ্রদ্ধা ও আদিত্যকে এখানে হালকা মুডে দেখা গেছে| ছবিটি সম্পূর্ণ মুম্বইয়ে শুট হয়েছে| ২০১৫-র তামিল ছবি ওকে কানমনির রিমেক ওকে জানু| ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *