পাঁচ কানি জমির খড়ের কুজি পুড়ে ছাই কল্যাণপুরে

fire2নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ বরযাত্রীর বাজি ফোটার আনন্দে আগুনে পুড়ে ছাঁই পাঁচকানি জমির খের ভয়াবহ আগুন ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে চাঞ্চল্য৷ এক ঘন্টা দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে৷
ঘটনা শুক্রবার রাত্র ৭১৫ মিনিটে৷ কল্যাণপুর ব্লক এলাকার পূর্বকুন্তাবন গাঁওসভার দিঘির পার গ্রামে হরেন্দ্র দেবনাথের বাড়ির বনের স্তূপে প্রথমে আগুন ধরে৷ বিয়ে ছিল হরি শীলের বাড়িতে৷ বিশালগড়ের বাইদার দিঘি থেকে আগত বরযাত্রীরা আনন্দে বাজি ফোটাতে লাগে বিপত্তি৷ বাজির আগুন ছড়িয়ে ছিটিয়ে বনের স্তূপে গিয়ে আগুন ধরে৷ প্রায় পাঁচকানি ধানের জমির বন পুড়ে ছাঁই৷ প্রায় ৫০ হাজার টাকা, একটি বসত ঘরে আগুন লাগে৷ পাশে ছিল গরুর ঘর৷ গরুর গায়েও আগুন ধরে৷ কল্যাণপুর দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ খবর পেয়ে ছুটে আসেন এলাকার বিধায়ক মণীন্দ্রচন্দ্র দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *