নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস নেতা শশী থারুরের বাড়ি থেকে চুরি গেল বহু মূল্যবান প্রাচীন মূর্তি| পুলিশ জানিয়েছে, শশী থারুরের দিল্লির লোধি এস্টেটের বাড়ি থেকে চুরি গিয়েছে বহু মল্যবান প্রাচীন মূর্তি| তুঘলক রোড থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন শশী থারুর| পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও অধরা অভিযুক্তরা|
শশী থারুর পুলিশকে জানিয়েছেন, বাড়ির দেওয়াল বেয়ে ঘরের ভিতরে ঢোকে চোর| চুরি গিয়েছে ১২টি প্রাচীন নটরাজের মূর্তি, ১২টি ছোট গণেশের মূর্তি, ১০টি ছোট হনুমানের মূর্তি, ১২টি ৩২ গিগাবাইট পেন ড্রাইভ এবং একটি ইন্টারনেট ডঙ্গল| পুলিশ তদন্ত শুরু করেছে|
2016-12-07