ক্যাশলেশ লেনদেনে আপত্তি নেই, তবে চালু করতে সমস্যা হবে ঃ অর্থমন্ত্রী

bhanu-lal-saha-ministerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ক্যাশলেস লেনদেন দেশে চালু হওয়ার ক্ষেত্রে সমস্যা প্রচুর, তবে রাজ্যে এই পদ্ধতি শুরু হলে আপত্তির কিছু নেই বললেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷ তাঁর মতে, যাদের ব্যাঙ্কে একাউন্ট কিংবা পিওএস নেই তাঁরা লেনদেন করতে পারবেন না৷ অর্থমন্ত্রীর সাফ কথা, সারা দেশের সাথে রাজ্যেও সমস্ত প্রান্তে ব্যাঙ্ক পৌঁছায়নি৷ অনেকেরই ব্যাঙ্ক একাউন্ট নেই৷ ফলে, ক্যাশলেস লেনদেন চালু হওয়া খুব একটা সম্ভব নয় এই পরিস্থিতির নিরিখে৷
এদিন, অর্থমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ক্যাশলেস লেনদেন শুনতে ভালোই লাগে৷ হলেও মন্দ নয়৷ কিন্তু ভারতের মত দেশে এই পদ্ধতি চালু করা কতটা সম্ভব তা নিয়েই বিতর্ক রয়েছে৷ অর্থমন্ত্রীর মতে, ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে অনেক পেনশনার্সরাই সমস্যার মুখে পড়বে৷ তাঁর বক্তব্য, এমন অনেক পেনশনার্স রয়েছেন যাঁরা খালি চোখে পত্রিকা পড়তে পারেন না৷ তাঁরা মোবাইলের মাধ্যমে লেনদেন কি করে করবেন সে প্রশ্ণ তুলেন তিনি৷ বাজারে জিনিসপত্র কেনাবেচা করতে গিয়েও সমস্যা দেখা দিতে পারে ক্যাশলেস লেনদেন চালু হলে৷ এবিষয়ে অর্থমন্ত্রীর যুক্তি, বাজারে সবজি কিংবা মাছ বিক্রেতাদের কাছে পয়েন্ট অফ সেল মেশিন না থাকলে ক্যাশলেস লেনদেন সম্ভব হবে না৷ এই সমস্ত কারণে, আমাদের দেশে ক্যাশলেস লেনদেন চালু করা আদৌ কতটা সম্ভব হবে তা নিয়ে তিনি প্রশ্ণ তুলেছেন৷
এদিন তিনি নোট বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন৷ তাঁর বক্তব্য, নোট বাতিলের পদক্ষেপের পর থেকে এখন পর্যন্ত কত কালো টাকা উদ্ধার হয়েছে এবং কি পরিমাণ জাল নোট মিলেছে তা আমরা কেউই জানি না৷ তিনি মনে করেন, নোট বাতিলের পদক্ষেপের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে৷ ফলে, যে উদ্দেশ্যে নোট বাতিলের পদক্ষেপ নিয়েছে তা সফল হবে না বলে তিনি দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *