BRAKING NEWS

আন্দামানের হ্যাভেলক দ্বীপে ঘূর্ণি ঝড়ের দাপটে আটশো যাত্রী আটক, উদ্ধারে নৌসেনা

downloadপোর্টব্লেয়ার, ৭ ডিসেম্বর (হি.স.) : ভারী বৃষ্টিপাতের জেরে আন্দামানের হ্যাভেলক দ্বীপে আটকে পড়েছেন প্রায় আটশো পর‌্যটক| প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করলেও ভারতীয় নৌসেনার সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে|
এরপরে নৌসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চারটি জাহাজ পর‌্যটকদের উদ্ধার করতে রওনা দিয়েছে| এই জাহাজগুলো হল আইএনএস বিত্রা, বাঙ্গারাম, কুম্ভির ও এলসিইউ ৩৮| ওই চারটি জাহাজ আটকে পড়া পর‌্যটকদের উদ্ধার করে পোর্টব্লেয়ারে ফিরিয়ে আনতে সাহায্য করবে| এদিকে আটক থাকা পর‌্যটকদের উদ্ধারে আন্দামানের বিপর‌্যয় মোকাবিলা দফতর নেমে পড়েছে| পাশাপাশি স্থানীয় প্রশাসনের আবেদনের ভিত্তিতে পোর্টব্লেয়ার থেকে দ্বীপের নৌসেনার চারটি জাহাজ উদ্দেশ্যে রওনা দিয়েেছ| ৱুধবার ভোর তিনটে নাগাদ জাহাজগুলো রওনা দেয়| এই প্রসঙ্গে নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানান, জাহাজগুলো এখন যেখানে আছে সেখানকার সামুদ্রিক পরিস্থিতি ভালো নয়| আটক পর‌্যটকদের উদ্ধারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে| চারটি জাহাজ পর‌্যটকদের উদ্ধার করে পোর্টব্লেয়ারে ফিরিয়ে আনবে বলে জানা গিয়েছে|
সূত্রের খবরে জানা গিয়েছে, পোর্টব্লেয়ার থেকে ৩৬ কিলোমিটার দূরে হ্যাভেলক দ্বীপে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে| আন্দামান প্রশাসনের বিপর‌্যয় মোকাবিলা দফতরের তরফে আপকালীন পরিস্থিতিতে দ্বীপে আটকে পড়া পর‌্যটকদের উদ্ধারের ব্যবস্থা করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *