নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ পৃথক স্থানে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ উদয়পুরে এক সরকারি কর্মচারির এবং সোনামুড়ায় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷
জানা গেছে, সোনামুড়া থানার নাকের ডগা থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ থানার নাকের ডগায় মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ কুম্ভকর্ণের ভূমিকায়৷ স্থানীয় লোকজন খবর দেওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়৷ পুলিশের ভূমিকায় স্থানীয় মানুষজন রীতিমত ক্ষুব্ধ৷ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এখনো মহিলাকে শনাক্ত করা যায়নি৷ এদিকে, উদয়পুরের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের কার্যালয় থেকে আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম সুভাষ চৌধুরী৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের কার্যালয় থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2016-12-06