` চেন্নাই, ৬ ডিসেম্বর (হি.স.) : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ হল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার| মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের মারিনা বিচে গান স্যালুটে অন্তিম বিদায় জানাল তামিলনাড়ুর প্রিয় আম্মাকে| মেরিনা বিচে চোখের জলে তাঁকে বিদায় জানাতে হাজির ছিলেন অসংখ্য মানুষ| তাঁর রাজনৈতিক গুরু এমজিআরের সমাধির পাশেই অন্তিম শয্যায় শািয়ত করা হল জয়ললিতাকে| মেরিনা বিচে পুষ্পার্ঘ্য অর্পণ করে জননেত্রীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কংগ্রেসের রাহুল গান্ধীসহ দেশের প্রথমসারির নেতারা| এছাড়া অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্রিসেলভামসহ মন্ত্রিসভার সদস্যরা|
সোমবার রাতে মারা যান জয়ললিতা| তাঁর মৃতু্যর খবরের পর থমথমে হয়ে যায় তামিলনাড়ু| এদিন অন্তিম দর্শনের জন্যেতাঁর পার্থিব শরীর রাখা হয় চেন্নাইয়ের রাজাজী হলে | সেখানে উপচে পড়া ভিড় সামলাতে পুলিশকে রীতিমত হিমসিম খেতে হয়| প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ|
প্রয়াত নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মৃতু্যতে রাজ্যে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে| সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে আগামী তিনদিন|
জয়ললিতার মৃতু্যতে শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি| বিশেষ কাজ থাকায় তিনি অন্ত্যেষ্টিতে হাজির হতে না পারলেও দলের পক্ষে সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন|
প্রসঙ্গত, জয়ললিতার মৃতু্যতে তামিলনাড়ু জুড়ে শোকের ছায়া| সকালে পোয়েস গার্ডেনের বাড়ি থেকে প্রয়াত নেত্রীর দেহ নিয়ে আসা হয় চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে রাজাজি হলেষ| পরনে ছিল তাঁর সবচেয়ে প্রিয় সৱুজ রঙের শাড়ি| চার সেনাকর্মী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দেহ জাতীয় পতাকায় ঢেকে দেন| শ্রদ্ধা জানান নতুন মুখ্যমন্ত্রী পনিরসেলভম ও মন্ত্রিসভার সদস্যরা| জয়ললিতার প্রয়াণে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন দেশের সমস্ত রাজনৈতিক নেতা থেকে রুপোলি পর্দার লোকজনও|