নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত| ফলস্বরূপ তপ্ত গণতন্ত্রের পীঠস্থান সংসদ| সোমবার অধিবেশন শুরুর প্রাক্কালে গান্ধী মূর্তির সামনে ধর্না প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্যরা| মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নোট বাতিলের আগে বিজেপির কাছে খবর ছিল| তারা প্রচুর জমি, সোনা ইত্যাদি কিনে রেখেছিল| কার কার কাছে এই খবর ছিল আর কে কে এর ফলে লাভবান হলেন, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন|’
অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকার সুমিত্র মহাজনের কাছে দাবি জানান, নোটবাতিল নিয়ে সংসদে শুধু আলোচনাই নয়, এই নিয়ে আলোচনার শেষে ভোটাভুটিও করতে হবে| একই দাবি করে কংগ্রেসও| কিন্তু সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার জানিয়ে দেন, সরকারের আলোচনায় রাজি হলেও, ভোটাভুটির কোনও প্রশ্ন নেই| বিরোধীদের মুলতুবি নেটিশ গ্রহণ করেননি স্পিকার| এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা|
2016-12-05