নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ ডিসেম্বর৷৷ গভীর রাতে এক উপজাতি যুবককে থানায় তুলে নিয়ে বেধড়ক পেটাল পুলিশ৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা তেলিয়ামুড়া থানায় চলছে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানায় শুক্রবার রাত আনুমানিক ১২ টা নাগাদ৷ আহত যুবকের নাম চিত্ত দেববর্মা৷ বয়স ২১ বছর৷ বাড়ি মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩ মাইল এলাকায়৷
সংবাদে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টা নাগাদ আচমকা থানার এস আই শিবশংকর ত্রিপুরা, মানিক দেববর্মার বাড়িতে গিয়ে তার ছেলে চিত্ত দেববর্মার খোঁজ নেয়৷ চিত্ত দেববর্মা ঘর থেকে বেরুলে থানা আসতে বলে এস আই শিব শংকর ত্রিপুরা৷ থানার গাড়ি করে এদিন রাতে চিত্ত দেববর্মা থানায় আসে৷ রাত আনুমানিক বারোটা নাগাদ কোন শিবশংকর ত্রিপুরা লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করে৷ পুলিশের মারে চিত্ত দেববর্মা জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায়৷ শনিবার সকালে তাকে ছেড়ে দেয় পুলিশ৷ ভয়ে চিকিৎসা করার জন্য হাসপাতালে আসতে পারেনি৷ পরে খোয়াই জেলা বিজেপি কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা প্রয়াসে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আসে৷ এদিকে লক আপে মারধরের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে৷
বর্তমানে আহত যুবকের ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলছে৷ এদিকে, বিজেপি জেলা কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ তিনি বলেন পুলিশ আইনের নামে অপশাসন কায়েম করে রেখেছে৷
এদিকে, শুভবুদ্ধি সম্পন্ন জনগণদের অভিমত অভিযুক্ত পুলিশ অফিসার শিব শঙ্কর ত্রিপুরার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার৷ এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রশাসন৷
2016-12-05