উপজাতি ছেলেমেয়েরা বিভ্রান্ত, রাজ্যভাগের চক্রান্ত আটকাতে অভিভাবকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ঘরের ছেলেমেয়েদের দিকে নজর দিতে হবে৷ তবেই রাজ্যভাগের চক্রান্ত ঠেকানো

শনিবার আগরতলায় ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির কনভেনশনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
শনিবার আগরতলায় ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির কনভেনশনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

সম্ভব৷ কারণ, উপজাতি অংশের নবীন প্রজন্মের ছেলেমেয়েদের একাংশকে বিভ্রান্ত করে পথে নামিয়ে রাজ্যভাগের চক্রান্তে মেতে উঠেছে আইপিএফটি৷ শনিবার ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটি ১১তম কনভেনশনে মুখ্যমন্ত্রী মানিক সরকার এভাবেই সকলকে সতর্ক করেন৷ পাশাপাশি বলেন, কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে গণ আন্দোলন আরো শক্তিশালী করে তুলতে হবে৷ তাহলেই দেশ বাঁচবে৷
নবীন প্রজন্মকে বহু চেষ্টা করেও লাল ঝান্ডার নিচে আনতে অনেকটাই ব্যর্থ শাসক দল৷ নতুন ভোটাররা শাসক শিবিরে যোগ দিচ্ছেন না, তার প্রমাণ বামেরা সদ্য সমাপ্ত বড়জলা উপনির্বাচনের ফলাফলে পেয়েছেন৷ ফলে, নবীন প্রজন্মকে শাসক শিবিরে আনার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
তাঁর মতে, এরাজ্যে উপজাতি নবীন শক্তিকে বিপদগামী করার চেষ্টা চলছে৷ শুধু তাই নয়, উপজাতি বাঙালির ঐক্যে ফাটল ধরানোরও অপচেষ্টা চলছে৷ মুখ্যমন্ত্রী এদিন, আইপিএফটিকে সরাসরি নিশানা করে বলেন, উগ্রপন্থীদের হাতে জন্ম এরাজনৈতিক দলটি নবীন প্রজন্মকে বিভ্রান্ত করছে৷ উপজাতিদের মধ্যেএকটা ছোট্ট অংশ এখন আলাদা রাজ্যের দাবি তুলছে৷ তাই তিনি উপজাতি অংশের অভিভাবকদের সতর্ক করে দিয়ে বলেন, নিজের ঘরের ছেলেমেয়েদের দিকে নজর রাখতে হবে৷ রাজ্যভাগের চক্রান্তকারীরা তাঁদেরকে নিয়ে শহরে জঙ্গি মিছিল করছে৷ ফলে, নিজের ঘরের দিকে নজর না দিলে রাজ্য বাঁচানো সম্ভব নয় বলে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন৷ এজন্য তাঁর দাওয়াই, নিজেদের ঘরে সব সময় নজর রাখবেন৷ ছেলেমেয়েদের সাথে কথা বলবেন৷ তারা যেন কোন কিছুতে বিভ্রান্ত না হয়, সেদিকে নজর রাখবেন৷ তবে, রাগারাগি করে নয়, যুক্তি দিয়ে, তথ্য তুলে ধরে তাদের বোঝাতে হবে বলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷
এদিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী৷ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে মানুষের চিন্তা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার৷ এই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, জিনিসের দাম কমবে, বেকার সমস্যা সমাধান হবে সহ মানুষের বিভিন্ন মৌলিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়ে এখন সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের চিন্তাধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ হিন্দু রাষ্ট্র গঠন, লাভ জেহাদ, ঘরওয়াপসি, গোরক্ষা ইত্যাদি নিয়ে বিজেপি দেশবাসীকে প্রভাবিত করছে৷ সম্প্রতি কালো টাকা উদ্ধারের নামে নোট বাতিল করে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে চরম ভোগান্তির মুখে ঠেলে দিয়েছে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের লাভ হওয়ার বদলে গত কয়েকদিনে ব্যবসা বাণিজ্য ৩০-৩৫ শতাংশ লোকসান হয়েছে৷ এছাড়াও বর্তমান কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে রাজ্যগুলির জন্য বরাদ্দ অর্থ কমিয়ে দিচ্ছে৷ ফলে, উন্নয়ন থমকে যাওয়ার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে৷ এজন্য মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার ডাকদিয়েছেন৷ কারণ তিনি মনে করেন, দেশ বাঁচাতে হলে গণআন্দোলন ছাড়া অন্য কোন রাস্তা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *