নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার গুণধর পুত্রের মারধরে গুরুতর ভাবে আহত হলেন মা৷ আহত মায়ের নাম অরুণা দেবনাথ৷ এব্যাপারে পুত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন গর্ভধারিনী মা৷ অভিযুক্ত পুত্রের নাম দুলাল দেবনাথ৷ জানা যায়, কুলাঙ্গার পুত্র তার স্ত্রীর সঙ্গেও বিবাদে লিপ্ত৷ প্রায় সময়ই স্ত্রীকে বেধড়ক মারধর করে৷ এটি তার স্বভাবে পরিণত হয়ে গেছে৷ স্ত্রীকে মারধরের পর গর্ভধারিনী মাকেও মারধর শুরু করে ঐ কুলাঙ্গার৷ পুত্রের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন ঐ মা৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন রীতিমত হতবাক৷ অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্তা গ্রহণের দাবি উঠেছে৷
আজকের সমাজ ব্যবস্থাকে অবক্ষয়ে গ্রাস করেছে৷ বৃদ্ধ পিতা-মাতারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ অনেক পরিবারই ছেলেমেয়েরা বাবা-মাকে বোঝা ছাড়া অন্য কিছু ভাবেন না৷ কোন কোন ক্ষেত্রে বয়স্ক বাবা কিংবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে স্ত্রী সন্তান নিয়ে খুশ মেজাজে দিন কাটান ছেলেরা৷ ফলে এখন এই অবক্ষয়ের হাত থেকে সমাজকে উদ্ধারের আওয়াজ উঠেছে৷
2016-12-04