নিজ দোকানে ফাঁসিতে আত্মঘাতি এক ব্যাক্তি

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ডিসেম্বর৷৷ কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দ্বারিকাপুর গাঁওসভার ৩নং ওয়ার্ডের খাস কল্যাণপুর গ্রামের ৪৪ বছর বয়সী সজল ধর নামে মধ্যবয়স্কা পিতা উপেন্দ্র ধর৷ ঘটনার বিবরণে জানা যায় সজল ধরে নিজের মিষ্টির দোকানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷ শুক্রবার সকালে দোকানও খুলেছেন তিনি৷ বিকেলে দোকন খুলেননি৷ সকালে আজ দোকান বন্ধ দেখতে পেয়ে সন্দেহ জাগে বাড়ির লোকজনের৷ সামনে দোকান লাগানো ও পেছনে খোলা ছিল, সজল ধরের তিন মেয়ে একপুত্র রয়েছেন৷ সজল ধরের মিষ্টির দোকানে প্রথম দেখেন ওনার ভাতিজা, বিষ্ণু ধর৷ বিকেল থেকে কোন খবরই নেন নি বাড়ির লোকেরা৷ সকালে প্রথম নজরে পড়ে  বিষ্ণু ধরের৷ কেন খোঁজাখঁুজি হল না৷ পরিবারের তরফে না কি কোন অন্য রহস্য৷ তা পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে বলে খবর৷ এ নিয়ে এলাকায় শোকের ছায়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *