বিলোনীয়ায় বিদেশী আটক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার আমলাপাড়ার সীমান্ত থেকে এক বিদেশি নাগরিককে আটক করেছেনস্থানীয় জনগণ৷ আটক ঐ নাগরিক আর্জেন্টিনার নাগরিক বলে  জানা গেছে৷ পাসপোর্ট, ভিসা ছাড়া রাজ্যে প্রবেশ করেছে৷ তাকে দেখে স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ তখনই স্থানীয় জনগণ পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ যথারীতি তাকে গ্রেপ্তার করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ অবশ্য তার কাছ থেকে আপত্তির কোন কিছু উদ্ধার হয়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *