জিবি’র প্রবেশদ্বার নরকগুলজার

gvনিজস্ব প্রতিনিধি,  খোয়াই, ৩ ডিসেম্বর৷৷  ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যেও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী চলছে৷ রাজ্যপাল মহোদয় থেকে প্রশাসনের সর্বময় কর্তারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে বিভিন্ন  কায়দায় ছবি তোলার জন্য যে ব্যস্ততা দেখান তাও কারোরই অজানা নয়৷ অনেকেই নিজের স্মার্ট ফোনটা নিয়ে নিয়েই ঝাড়ু হাতে সেলফি তোলে নিজের সোশাল মিডিয়ার একাউন্টে পোস্ট করতেও ভুলেননি৷ স্বচ্ছ ভারত অভিযানের নামে পোস্টার, ফ্ল্যাক্স ফ্যাস্টুন, জনসচেতনতা সহ নানা কর্মসূচী করে শুধু টাকা নয়-ছয় করারর পরিকল্পনা৷ যার জ্বলন্ত উদাহরন এই বাস্তব চিত্র৷ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা, মহকুা বাদ দিলে শুধু আগরতলার  জিবি হাসপাতালের মূল প্রবেশ দ্বার সহ পুরনো  বিল্ডিং এর ভেতর ও বাহির পুতিময় দূরাবস্থায় আচ্ছন্ন৷ সূস্থ্য মানুষও অসুস্থ্য হবার পালা৷ রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা সহ  রাজ্যের বাইরের জনগন জিবি এলাকায় আসেন৷ অথচ মূল সড়কের সামনে, জিবি  হাসপাতালের প্রবেশ দ্বারেই দেখা যায় করুন চিত্র৷ এর থেকেই অনুমান করা যায় সমগ্র ত্রিপুরায় হাসপাতালগুলো কেমন নরক গুলজার অবস্থায় রয়েছে৷ অথচ জিবি হাসপাতালের মূল প্রবেশ দ্বার দিয়ে ডাক্তাররা সহ ভিভিআইপি লোকজন যেমন যাতায়াত করছেন তেমনি রাজ্যপাল মহোদয় সহ মন্ত্রি আমলারাও যাতায়াত করেন৷ কিন্তু এসব ক্ষেত্রে উনারা ধৃতরাষ্ট্র সেজে যান বলে মনে করেন ত্রিপুরার জনসাধারণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *