BRAKING NEWS

মমতার বিমান বিভ্রাট, নিরপেক্ষ তদন্তের দাবিতে তোলপাড় সংসদ

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): আকাশে হত্যার ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে| মমতার বিমান বিভ্রাট নিয়ে এভাবেই সংসদে সরব হলেন বিরোধীরা| তোলপাড় হল সংসদ| বৃহস্পতবার সংসদে একজোট হয়ে সরব হন বিরোধীরা| বিরোধিতা করেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, বিএসপি নেত্রী মায়াবতী সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা| এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা| বিরোধীদের চক্রন্তের তত্ত্ব অবশ্য খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা|
সংসদে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিগো বিমানে ফিরছিলেন, সেটি সন্ধে ৭.৩৬ মিনিটে পাটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়| বিমানটি যখন কলকাতার কাছে এসে পেঁৗছয়, তখন তার আগে আরও কয়েকটি বিমান অবতরণের জন্য অপেক্ষা করছিল| এর মধ্যে স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানেও জ্বালানি কম ছিল| মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানটিতে ছিলেন, সেই ইন্ডিগোর বিমানের পাইলট কলকাতার এয়ার ট্র‌্যাফিক কন্ট্রোলে বিমানে জ্বালানি ফুরিয়ে আসার কথা জানান| এর পরেই স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জ্বালানি কম থাকা এই তিনটি বিমানকে অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের সুযোগ করে দেওয়া হয়|
মন্ত্রী জয়ন্ত সিনহার এই যুক্তি অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন| তাঁর প্রশ্ন, যাত্রীদের কোনও আশঙ্কা না থাকলে বিমানবন্দরে কেন দমকল, চিকিত্সক ও অ্যাম্বুল্যান্স সহ সমস্ত আপত্কালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছিল?
নোট বাতিলের প্রতিবাদে পাটনায় একটি সভা সেরে রাতের বিমানে কলকাতায় ফিরছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাত ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে ইন্ডিগো বিমানটির অবতরণের কথা ছিল| কিন্তু প্রায় ৪০ মিনিট আকাশে চক্কর কাটার পর বিমানটি অবতরণের অনুমতি পায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *