নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ বাড়ন্ডারী ওয়াল ভেঙ্গে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুর৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আগরতলা শহরের উত্তর রামনগর এলাকায়৷ নিহত শিশুকন্যার নাম আয়েশা দাস৷ বয়স সাড়ে তিন বছর৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই খেলছিল সে৷ হঠাৎই বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পড়ে৷ ঘটনার পরই মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় জি বি হাসপাতালে৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা আয়েশাকে মৃত বলে ঘোষণা করে৷ পাশাপাশি শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷
2016-11-30