হই-হট্টগোলের মধ্যেই লোকসভায় ধবনি ভোটে পাশ আয়কর বিলের সংশোধনী

ParliamentofIndiaনয়াদিল্লি, ২৯ নভেম্বর(হিঃসঃ)৷৷ লোকসভায় পাশ হয়ে গেল আয়কর বিলের সংশোধনী৷ সেমাবার ট্যাক্সেশন লজ (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৬ লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কালো টাকার মালিকদের আয়কে বৈধ করতে আরও একটি সুযোগ দিতে চায় সরকার৷ তার জন্যই এই সংশোধনী আনা হয়েছে৷ তবে নোট বাতিল নিয়ে দিনভর হই-হট্টগোলের মধ্যেই মঙ্গলবার লোকসভায় বিনা আলোচনাতেই ধবনি ভোটে পাশ হল নতন আয়কর সংশোধনী বিল৷ নিয়মানুযায়ী, ১৪ দিনের মধ্যে বিলটি রাজ্যসভায় পাস করাতে হবে৷ তবে এটি যেহেতু আর্থিক বিষয়ক বিল, তাই তা না হলেও বিলটি আইনে পরিণত হবে৷ বিল বলা হয়েছে, ৮ নভেম্বরের পর অ্যাকাউন্টে জমা হওয়া হিসেব বহির্ভূত টাকার কথা অ্যাকাউন্টের মালিক নিজে আয়কর বিভাগকে জানালে কালো টাকার ওপর জরিমানা ও কর মিলিয়ে দিতে হবে ৫০ শতাংশ৷ যার মধ্য কর ৩০ শতাংশ, ৩০ শতাংশ করের ওফর ৩৩ শতাংশ সারচার্জ আর্থাৎ আরও প্রায় ১০ শতাংশ এবং ১০ শতাংশ জরিমানা৷ অন্যদিকে, যাঁরা স্বেচ্ছায় ঘোষণা করবেন না এবং পরবর্তীকালে, হিসেব বহির্ভুত টাকার কথা আয়কর দফতর জানতে পারলে সেক্ষেত্রে কর আরোপ হবে ৬০ শতাংশ৷ তার ওফর জরিমানা চাপিয়ে মোট ৮৫ শতাংশ চলে যাবে সরকারের হেফাজত৷ লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ৷ মঙ্গলবার, সেখানে আলোচনা ছাড়া, এক মিনিটের মধ্যে আয়কর আইন সংশোধনী বিল, ধবনি ভোটে পাশ করিয়ে নেয়৷ বিরোধীদের দাবি, মোদী সরকার, আইন সংশোধন করে, কালো টাকা সাদা করার সুযোগ করে দিচ্ছে৷ বিরোধীদের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কেন্দ্র৷
জেটলি জানান, এই টাকা আসলে গরিবদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প চালু করতে সুবিধা হবে৷ তিনি বলেন, নোট বাতিলের পরও দেখা যাচ্ছে অনেক অনৈতিকভাবে কালো টাকা সাদা করতে চেষ্টা করছেন৷ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্র হই-হট্টগোলের মধ্যে তদন্ত গোপনে এই বিলটি পেশ করায়, বিরোধীরা প্রতিবাদ করার সুযোগ পায়নি৷ যা তাদের পাওয়া উচিত ছিল৷ এই প্রেক্ষিতে স্পিকার সুমিত্রা মহাজন জানান, যেহেতু বিলটি অত্যন্ত গরুত্বপূর্ণ , তাই তা অবিলম্বে পাশ হওয়া প্রয়োজন৷ বিজেপির সংসদীয় দলের বৈঠক, এ দিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেন, আইন সংশোধন করা হচ্ছে গরিবের স্বার্থে৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, সংশোধনী কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেওয়ার জন্য নয়৷ বরাং, গরিবদের থেকে লুঠ হওয়া টাকা তাঁদের কল্যাণে ব্যবহার করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *