নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৪-বড়জলা (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের

বিজয়ী প্রার্থী ঝুমু সরকার এবং ২৫-খোয়াই বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী প্রার্থী বিশ্বজিৎ দত্ত বিধানসভার সদস্য হিসেবে শপথ নেন৷ ত্রিপুরা বিধানসভার লবিতে এই দুই নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাওঠ করান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তাঁর মন্ত্রীসভার সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যন রণজিৎ দেববর্মা৷ বিধানসভার সদস্য সদস্যাগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷