ছোট ব্যবসায়ীদের সাহায্যে ১ লক্ষ পিওএস মেশিন কিনবে তেলেঙ্গানা সরকার

pos-machine-copyহায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.) : ছোট ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এল তেলেঙ্গানা সরকার | কেন্দ্রের ক্যাসলেস লেনদেনের বাস্তবায়নে ১ লক্ষ পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিন কেনার পরিকল্পনা কেরছে রাজ্য সরকার | এই পি ও এস মেশিনগুলির সাহায্যে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা লেনদেন করা যায়| ছোট ব্যবসায়ীদের ক্যাশলেস ব্যবসার জন্যই এগুলি দেওয়ার কথা ভাবছে তেলেঙ্গানা সরকার|
নোট বাতিলের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই ছোট ব্যবসায়ীদের উপর| এই ব্যবসায়ীরা মূলত নগদেই নির্ভরশীল| কিন্তু নোট বাতিলের পর সাধারণ মানুষের ভরসা ডেবিট বা ক্রেডিট কার্ড| ফলে ছোট কিছু কিনতেও নিরুপায় হয়ে অনলাইন বা শপিং মলের দারস্থ হতে হচ্ছে| এদিকে দোকান খুলে বসে থেকেও কোনও লাভ হচ্ছে না| এই পরিস্থিতিতে তাদের জন্য পিওএস মেশিন কেনার ভাবনা সরকারের |
বাজারে এই পি ও এস মেশিনের মূল্য ১০,০০০ টাকা| এই দরে অনেক ব্যবসায়ী কিনতে পারেন না| তাই তেলেঙ্গানা সরকারই এই দায়িত্ব নেওয়ার পরাকল্পনা করেছে| যদিও বিনামূল্যেই তা ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে নাকি কিছু ভর্তুকি দিয়ে তা পাবেন সেই বিষয় এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি|
বাণিজ্যিক কর দফতরের তথ্য অনুযায়ী ১ লক্ষ ৮৭ হাজার ছোট ব্যবসায়ীরা সরকার অনুমোদিত| কিন্তু এছাড়াও প্রায় ১ লক্ষ ব্যবসায়ী আরও রয়েছে| বাণিজ্যিক কর দফতরের অনুমান এই ব্যবস্থার ফলে ছোট ব্যবসায়ীদেরও এক ছাদের তলায় আনা সম্ভব হবে| তেলেঙ্গানা সরকারের অনুমান ১০০ কোটি টাকার বরাদ্দ করলেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *