মুম্বই, ২০ নভেম্বর (হি.স.) : নোট বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুর্বলভাবে বাস্তবায়িত করা হয়েছে| নোট বাতিল ইসু্যতে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা কের একথা বলেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু| তিনি বলেন, কালোটাকা উদ্ধার ও সন্ত্রাসবাদীদের তহবিল বন্ধ করতে মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ব্যর্থ হওয়ার প্রবল সম্ভাবনা| সাম্প্রতিক একটি নিবন্ধে বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, এই পরিকল্পনা অত্যন্ত দুর্বলভাবে বাস্তবায়িত করা হয়েছে| খোলা বাজারের দিকে তেমনভাবে নজরই দেওয়া হয়নি| তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের কল্যাণে যে সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে, সেটাই উলটে ক্ষতি করতে পারে আমজনতার| বাজার থেকে এক লপ্তে ১৪ লাখ কোটি টাকা তুলে নিলে, ব্যাঙ্কিং পরিষেবা ভেঙে পড়তে বাধ্য | ভারতীয় অর্থনীতিও একেবারে মুখ থুবড়ে পড়তে শুরু করেছে| এর ফলে টাকার অবমূল্যায়নও ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করেন কৌশিক বসু |
2016-11-28