সামাজিক দায়বদ্ধতার প্রসার ঘটাতে ইঞ্জিনীয়ারদের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সার্ভিস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সম্মেলন উপলক্ষ্যে রবিবার আইএমএ হাউজে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার ইঞ্জিনিয়ারদের এই সমাজসেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে৷ ইঞ্জিনিয়াররা নির্মাণ কাজ পরিচালনা করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার যে নজীর স্থাপন করেছেন তার আরো প্রসার ঘটাতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রক্তদান এখন এই রাজ্যের ঐতিহ্যে পরিণত হয়েছে৷ রক্তদান একটি সামাজিক রীতিনীতিও বটে৷ শুধু নিজেরাই রক্ত দিলে চলবে না, নিজেদের মধ্যে রক্তদানকে সীমাবদ্ধ রাখলে চলবে না৷ রক্তদানকে সার্বজনীন উৎসবে পরিণত করতে হবে৷ এজন্য প্রয়োজন পরিবারের সদস্য সহকর্মী এবং প্রতিবেশীদের রক্তদান উৎসবে সামিল করা৷ যাদের বয়স ১৮-৬৫ বছর এবং তারা রক্তদানে সক্ষম তাদেরকে রক্তদানে সামিল হতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতিবেশীদের উৎসাহিত করার মধ্যে দিয়েই রক্তদান উৎসব সার্বজনীন রূপ লাভ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রামোন্নয়ন ও বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, রক্তদান শুধু পরোপকারই নয়, নিজের সুস্বাস্থ্য ও সার্বিক গঠনের ক্ষেত্রেও যথেষ্ট উপকারী৷ সুস্থ সবল প্রতিটি মানুষকেই রক্তদানে এগিয়ে আসা জরুরি৷ রক্তদান করলে দেহে রক্তের ঘাটতি ঘটে না৷ বরং দান করা রক্ত অপর একজনের জীবন বাঁচাতে পারে৷ এর চেয়ে পূর্ণের কাজ আর কিছু হতে পারে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ সে কারণেই রক্তদান উৎসবে সকলকে এগিয়ে আসতে পরামর্শ দিয়েছেন শ্রী জমাতিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *