নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ নভেম্বর৷৷ ধারাবাহিক ভাবে জাগরণ এ সংবাদ প্রকাশে দূর দূরান্ত থেকে আগত কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ নিত্যদিনের যাত্রীদের জন্য নির্মিত যাত্রী বিশ্রামগারের দূর্দশা না কাটলেও আধুনিকমানের নতুন বিশ্রামাগার নির্মাণ করা হল খোয়াই পুর পরিষদের উদ্যোগে৷ যানবাহনের জন্য দীর্ঘ প্রতীক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকার অসহ্যকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা৷ এবার থেকে রাস্তার পাশেই নব নির্মিত যাত্রী বিশ্রামাগারে বসে থেকেই যানবাহনের অপেক্ষা করতে পারবে তারা৷
খোয়াই পুর পরিষদের অন্তর্গত লালছড়া এলাকায় একটি যাত্রী বিশ্রামাগার দীর্ঘ বছর যাবত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল৷ নিত্যদিনের যাত্রী সহ বিশেষ করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত এই যাত্রী বিশ্রামাগারের পাশেই৷ কিন্তু বসার বা বিশ্রামের সুযোগ গ্রহণ করতে পারত না কেউই৷ নোংরা পঁুতিময় অবস্থায় ছিল বিশ্রামের স্থানটিই৷ ধারাবাহিকভাবে জাগরণ পত্রিকায় এই বিশ্রামগারটির দূর্দশা নিয়ে সংবাদ প্রকাশিত হবার পরই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই বিশ্রামাগারের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আধুনিকমানের একটি বিশ্রামাগার গড়ে তোলা হয় গত কিছুদিন পূর্বে৷ এই বিশ্রামাগারটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য৷ কল্যাণপুর, বাগান বাজার, গৌরাঙ্গটিলা, রামচন্দ্রঘাট, চেবরী, সোনাতলা, মহাদেবটিলা থেকে ছাত্রছাত্রীরা খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে উন্নত শিক্ষা গ্রহণের জন্য ছুটে আসে৷ কিন্তু কলেজ করে বাড়ি ফেরার সময় লালছড়া দিয়ে মূল সড়কে এসে গাড়ির জন্য অপেক্ষা করে সবাই৷ কিন্তু অপেক্ষমান ছাত্রছাত্রীদের জন্য বিশ্রামাগারটির প্রয়োজনীয়তা থাকলেও সেটি নোংরা পঁুতিময় হয়ে থাকায় কারোর ব্যবহারেই আসছিল না৷ এই বিশ্রামাগারটিকে ব্যবহারের যোগ্য করে তোলার জন্য খোয়াই পুর পরিষদও দীর্ঘ বছর কোন উদ্যোগই গ্রহণ করেনি৷ অপরদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ছাত্র সংগঠনও কোনো উদ্যোগ না নেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল৷ অবশেষে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে খোয়াই পুর পরিষদ উদ্যোগী ভূমিকা গ্রহণ করে৷ আর এই উদ্যোগে খুশির আবহ ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের মধ্যে৷