নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): তীব্র দূষণের জের| রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে বাজি বিক্রির ওপর শুক্রবার নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট| পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাই বলবত্ থাকবে| সেই সঙ্গে বাজির ক্ষতিকারক প্রভাব নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত| আগামী তিন মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদকে|
2016-11-25