নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ নভেম্বর৷৷ বাইদ্যা দিঘীতে নেশা বিরোধী অভিযান ব্যাপক সারা দিয়ে পুলিশ ও আধিকারিক দপ্তর সোমবার সন্ধ্যায় বাইদ্যা দিঘীর বাজারে দেবেন্দ্র মেডিক্যাল হলে৷ যৌথ অভিযানে নেতৃত্বে ছিলেন বিশালগড় ডিসিএম উত্তম দাস বৈষ্ণব, আবগারী দপ্তরের আধিকারিক বাপ্পাদিত্য রায় ভৌমিক, মহকুমায় পুলিশ আধিকারিক প্রবীর পাল এবং বিশালগড় থানায় ইনসপেক্টর সহ আরো অন্যান্যরা৷ দেবেন্দ্র মেডিক্যাল হলের বাড়ী ও দোকান থেকে ১০ হাজার বেআইনী ঔষধ, গর্ভ নিরোধক পিল ২ হাজার, এনপি টেবলেট ৪ হাজার৷ দোকানের মালিক ভবরঞ্জন ভৌমিক যৌথ অভিযানের আভাস পেয়ে পালিয়ে যায়৷ প্রবীর পাল জানান এইসব নেশা জাতীয় টেবলেট গোটা বিশালগড় মহকুমা অলিগলি ছেয়ে গেছে৷ বিশালগড় মহকুমার নেশার অভিযান জারি থাকবে৷
2016-11-22