বাতিল নোট নিয়ে আখাউড়া চেকপোস্টে শ্রমিক ধর্মঘট

rupee-banনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ আখাউড়া চেকপোস্টে আমদানী রপ্তানীর মাল উঠানামার কাজে যুক্ত শ্রমিকরাও টাকা বদলের ফলে মারাত্মক হয়রানির শিকার৷ ঘটনার প্রতিবাদে সিট্যুভুক্ত ওইসব শ্রমিকরা আজ সকাল থেকে মাল উঠানামার কাজ বন্ধ রাখেন৷
শ্রমিক ধর্মঘটের ফলে আজ সকাল থেকেই আখাউড়া চেকপোস্টে মাল উঠানামা স্তব্ধ হয়ে পড়ে৷ আমদানীকৃত পন্যবাহী যানবাহন গুলি দীর্ঘলাইনে দাঁড়িয়ে রয়েছে৷ জানা গিয়েছে, প্রতি বৃহস্পতিবার শ্রমিকদের সাপ্তাহিক মজুরূর টাকা দেওয়া হয়৷ এখানে ১১৪ জন শ্রমিক যুক্ত রয়েছেন৷ প্রলয় গোস্বামী নামে একটি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরীর বিষয়টি তদারকি করেন৷ তিনি নাকি বৃহস্পতিবার মজুরীর টাকা দেবার সময় পুরনো ৪০০ ও ১০০০ টাকার নোট শ্রমিকদের হাতে ধরিয়ে দেবার চেষ্টা করেন৷ শ্রমিকরা পুরনো বাতিল নোট নিতে অস্বীকার করেন৷ এনিয়ে তীব্র মতভেদ দেখা দেয়৷ এরই প্রতিবাদে শ্রমিকরা শনিবার সকাল থেকে মাল উঠানামার কাজ বন্ধ রাখে৷ তাতে জটিল সমস্যা দেখা দেয়৷ বাংলাদেসের দিক থেকে আসা যানবাহনগুলি মাল নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েছে৷ সিট্যুভুক্ত শ্রমিক নেতা প্রমোদ দাস এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে বলেন, নোট বদলের পর সাধারণ মানুষও মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন৷ শ্রমিকরা কাজ করেও মজুরীর টাকা পাচ্ছেন না সময়মতো৷ এনিয়ে নানা ঝামেলার সৃষ্টি হচ্ছে৷ এই অচলাবস্থা চলতে থাকলে রাজ্যের বাজারে পণ্য সামগ্রীর সংকট দেখা দেবার আশঙ্কা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *