নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রবিবার তিনি বলেন, উত্তরপ্রদেশের কানপুরের কাছে ইন্দোর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় ভীষণভাবে ব্যথিত।মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই মানুষগুলিকে অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি এবং সাহস দেন। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এবিষয়ে তিনি উত্তরপ্রদেশের রাজ্যপালের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি নিশ্চিত, রাজ্য সরকার স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াবে এবং আহত যাত্রীদের চিকিত্সায় সবরকমভাবে সাহায্য করবে।
2016-11-20