নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার শান্তির বাজারের কাঞ্চননগর থেকে দুই কিশোরীকে পাচার করা হয়েছে৷ এব্যাপারে শান্তির বাজার থানায় দুই যুবতীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে৷
শান্তিরবাজারের কাঞ্চননগর এলাকা থেকে দুই সুকল পড়ুয়া কিশোরীকে দুই যুবক প্রলোভন দেখিয়ে ব্যাঙ্গালুরুতে নিয়ে গেছে বলে জানা গিয়েছে৷ পাচারেরর উদ্দেশ্যেই দুই যুবতীকে তুলে নেওয়া হয়েছে৷ বিষয়টি দুই যুবতীর পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে৷ কিন্তু পুলিশ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ পাচারকারী দুই যুবকের নামধামও পুলিশকে জানানো হয়েছে৷ অভিযুক্তরা হল প্রদীপ বণিক ও দেবাশীষ দাস৷ তাদের মধ্যে একজনের বাড়ি সাব্রুমের মনু ও অপর জনের বাড়ি মাধবনগর৷
গত কিছুদিন আগেও পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে পাচারকারীরা৷ এখনো তারও সন্ধান মিলেনি৷ পরপর এসব ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে৷
2016-11-18