বল বিকৃতির অভিযোগে শাস্তির মুখে ফাফ ডুপ্লেসি

faf-du-plesiমেলবোর্ন, ১৮ নভেম্বর (হি.স.) : টেস্ট ম্যাচে নির্বাসনের মুখে ফাফ ডুপ্লেসি| দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছে আইসিসি| তারা জানিয়েছে, ডুপ্লেসি থুথু দিয়ে মিন্ট বা মিষ্টি জাতীয় কোনও দ্রব্য বলে লাগানোর চেষ্টা করেছিলেন| মঙ্গলবার সকালের এই ঘটনার টিভি ফুটেজে ধরা পড়েছে
আইসিসির কোড অফ কনডাক্টের লেভেল টু লঙ্ঘন করেছেন প্রোটিয়া অধিনায়ক| অভিযোগ প্রমাণিত হলে তাঁর ৫০-১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হতে পারে| অথবা দুটি সাসপেনসন পয়েন্ট ও তিন-চারটি ডিমেরিট পয়েন্টও কাটা যেতে পারে বলে সূত্রের খবরে জানা গিয়েছে| ডুপ্লেসির সেক্ষেত্রে তাঁকে একটি টেস্ট ম্যাচ খেলা থেকে নিষিদ্ধ করা হবে| তবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ডুপ্লেসি আইনি সহায়তা নিচ্ছেন বলে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *