নোট বাতিলকে ‘সন্ত্রাস হামলা’-র সঙ্গে তুলনা, আজাদকে আক্রমণ বিজেপির

bjp-gulam-nabi-azadনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে, বৃহস্পতিবার নোট বাতিলকে ‘সন্ত্রাস হামলা’-র সঙ্গে তুলনা করেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ| এই মন্তব্যের জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলে ক্ষোভ প্রকাশ করল বিজেপি| বৃহস্পতিবার আজাদ বলেছিলেন, নোট বাতিলের জেরে সারা দেশে যত লোকের মৃতু্য হচ্ছে, তা উরি হামলার থেকেও বেশি| এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা বিরোধ গড়ে তুলল বিজেপি| শুক্রবার আজাদকে ক্ষমা চাইতে বলে দাবি করেছে বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নকভি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *