নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : শুক্রবার থেকে দেশের নির্বাচিত কয়েকটি পেট্রোল পাম্প থেকে নগদ টাকা পাওয়া যায়| সূত্রের খবর, যে সমস্ত পেট্রোল পাম্পে পিওএস মেশিন রয়েছে, সেখানে ডেবিট কার্ড সোয়াইপ করেল পাওয়া যাবে দু’হাজার টাকা| কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষের ভীতি কমাতেই সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে| এই পরিষেবা দেশের আড়াই হাজার পেট্রোল পাম্পকে চিহ্নিত করা হয়েছে| এখন আড়াই হাজার পেট্রোল পাম্পে এসবিআইয়ের পিওএস মেশিন রয়েছে| সেখানে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করলে প্রতিদিন দুহাজার টাকা করে তুলতে পারবেন গ্রাহকরা|
প্রসঙ্গত, তেল সংস্থা এইচপিসিএল, আইওসিএল এবং ভারত পেট্রোলিয়ামের প্রতিনিধিরা এসবিআইয়ের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পেট্রোল পাম্পে পিওএস মেশিন ব্যবহার করে টাকা তোলার প্রস্তাবে রাজি হয়ে এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, এজন্যে পর্যাপ্ত নগদের ব্যবস্থা করা হবে| এই পদক্ষেপের ফলে কিছুটা স্বস্তি পাবেন আমজনতা এবং ব্যাঙ্ক কর্মীরাও| প্রথমে আড়াই হাজার পেট্রোল পাম্পে এই পরিষেবা পাওয়া গেলেও ধীরে ধীরে এই পরিষেবা কুড়ি হাজার পেট্রোল পাম্পে পাওয়া যাবে|
2016-11-18