উপনির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে আজ

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার বৃহস্পতিবার শেষ হচ্ছে৷ শেষ লগ্ণে প্রচার তুঙ্গে উঠেছে৷ শাসক দলীয় প্রার্থী ঝুমু সরকার বড়জলা বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন৷
বড়জলা বিধানসভা কেন্দ্রটির জয় পরাজয় ডান বাম উভয় পক্ষের কাছেই আত্মমর্যাদার এই কেন্দ্রটি কংগ্রেস দলের দখলে ছিল৷ কংগ্রেস দলে ভাঙ্গন এবং বড়জলা কেন্দ্রের তৎকালীন কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র সরকারকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার চাপ সৃষ্টি করায় তিনি অতিষ্ট হয়ে দলত্যাগ করে শাসক দল সিপিএমে যোগ দেন৷ ফলে এই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠে৷ ১৯ নভেম্বর এই কেন্দ্রেও উপনির্বাচন৷ বৃহস্পতিবার সরব প্রচার শেষ হচ্ছে৷ বুধবার এই কেন্দ্রে প্রচারে ঝড় তুলে সিপিআইএম প্রার্থী ঝুমু সরকার৷ শেষ পর্যায়ের প্রচারে সামিল হয়ে তিনি জানান ৮০ শতাংশ এলাকায় শেষ পর্যায়ের প্রচার শেষ করে ফেলেছেন৷ আগামীকাল দুটি বুথে শেষ পর্যায়ের প্রচারে অংশ নেবেন৷ দুপুর ১২ টার মধ্যেই প্রচার শেষ হয়ে যাবে৷ প্রচারে নেমে তিনি সব অংশের মানুষের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন বলে জানান৷ বামফ্রন্টের উন্নয়ন ও শান্তি সম্প্রীতিরক্ষার স্বার্থেই বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলিও অন্তিম লগ্ণে প্রচারে মরিয়া হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *