প্রয়াত বাংলা টেলিভিশনের প্রধান পথিকৃত্ রবি ওঝা

ravi-ojhaকলকাতা ও মুম্বই, ১৫ নভেম্বর (হি.স.): প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান পথিকৃত্ রবি ওঝা| সম্প্রতি তিনি অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে| মঙ্গলবার সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন| পরিচালক-প্রযোজক রবি ওঝা-র মৃতু্যতে শোকাহত টলিউড| ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বহুদিন ধরে অসুস্থ থাকার পরে মঙ্গলবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলা তথা জাতীয় টেলিভিশন জগতের অন্যতম প্রধান পরিচালক রবি ওঝা|
যে সময় একতা কপূরের ‘বালাজি টেলিফিল্মস’-এর উত্থান, সেই সময় রবি ওঝার জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’ বা ‘এক আকাশের নীচে’ বাংলার দর্শককে মুগ্ধ করে রেখেছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *