নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ২০০০ টাকার নতুন নোট রাজ্যে আসতেই স্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি৷ কিন্তু,

এর মাঝেই বটতলা মহা শ্মশানে অমানবিকতা কলঙ্কিত করল রাজ্যকে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর শুক্রবার রাজ্যে ব্যাঙ্কগুলিতে নতুন ২০০০ টাকার নোট দেওয়া শুরু হয়৷ প্রথম পর্যায়ে একশ কোটি টাকা নতুন ২০০০ টাকার নোট রাজ্যে এসেছে৷ ৫০০ টাকার নতুন নোট দুই একদিনের মধ্যেই এসে যাবে বলে জানা গিয়েছে৷ ২০০০ টাকারও নতুন নোট ক্রমান্বয়ে আসবে৷ কিন্তু, বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে মহা ফ্যাসাদে পড়তে হয়েছে মৃতদের পরিবারবর্গদেরও৷ এদিকে, বাতিল নোটে বিভিন্ন বিল-মাশুল এবং হাসপাতালের খরচ ও ওষুধের দাম দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে আরও তিনদিন৷
অন্তিম যাত্রাতেও ৫০০/১০০ টাকা নোট অচল৷ বটতলা মহাশ্মশান ঘাটে মৃতদেহ সৎকার করতে গিয়ে হয়রানীর শিকার হচ্ছেন স্বজনহারারা৷ শুক্রবার তিনটি মৃতদেহ সৎকারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে স্বজনদের অভিযোগ৷ পুর নিগমের নির্দেশেই নাকি শ্মশানঘাটে মৃতদেহ সৎকার করার জন্য ৫০০/১০০০ টাকার নোট নেওয়া হচ্ছেনা৷ তাতে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে সৎকার করতে আসা শোকাহত পরিবারের লোকজনদের মধ্যে৷
[vsw id=”6JfQzKyTo08″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সংবাদে প্রকাশ, শ্মশানঘাটে পুর নিগমের অফিসের কর্মরত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সৎকার করার প্রয়োজনীয় টাকা ৫০০ কিংবা ১০০০ টাকার নোট দিলে নিতে চাইছেন না৷ পুর নিগমের কর্মী চন্দন বাবু নামে এক ব্যক্তি নাকি নির্দেশ দিয়ে গেছেন সৎকার করতে আসা লোকজনরা ফি বাবদ যে টাকা জমা দেবেন তাতে ৫০০ কিংবা ১০০০ টাকার নোট দেওয়া চলবে না৷ এই টাকা সরকার কিন্তু এখনও নিষিদ্ধ করেনি৷ জরুরী পরিষেবা ক্ষেত্রগুলিতে এই টাকা জমা রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ অথচ বটতলা শ্মশানঘাটে যারা সৎকার করতে আসছেন তাদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট রাখা হচ্ছে না৷ জানা গেছে, শুক্রবার তিনটি মৃতদেহ সৎকারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকে বটতলা মহাশ্মশানে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটের গ্যাড়াকলে৷ মধ্যপাড়া, এডিনগর এবং প্রতাপগড় থেকে নিয়ে আসা মরদেহ সৎকার করতে গিয়ে পরিজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে অভিযোগ৷ এই ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এই ধরনের নির্দেশ প্রত্যাহারের দাবী উঠেছে৷
অন্তিম যাত্রায়ও ৫০০ ও ১০০০ টাকার নোট না রাখার ঘটনা রীতিমতো হতাশাজনক৷ এর চেয়ে জরুরী পরিষেবা ক্ষেত্র আর কি হতে পারে সেই প্রশ্ণ তুলেছন ভুক্তভোগীরা৷ পুর নিগমের ঐ নির্দেশ প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷
এসবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিনভর ব্যাঙ্কগুলিতে ২০০০ টাকার নতুন নোট তুলে দেওয়া হয়েছে৷ কয়েকটি এটিএম থেকেও ২০০০ টাকার নোট পেয়েছেন রাজ্যবাসী৷ তবে, কেবল আগরতলাতেই কয়েকটি এটিএমে ২০০০ টাকার নতুন নোট পাওয়া গিয়েছে৷ ইউবিআই আগরতলা শাখার ম্যানেজার জানিয়েছেন, নতুন নোট আসতেই সমস্ত ব্যাঙ্কে বন্টন করে দেওয়া হয়েছে৷ তবে, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ জায়গাতে ব্যাঙ্কে ২০০০ টাকার নোট পৌঁছায়নি বলে অভিযোগ৷ আগরতলা প্রধান ডাকঘরেও ২০০০ টাকার নতুন নোট দেয়া হয়েছে৷