নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ নভেম্বর৷৷ খোয়াই কেন্দ্রে উপনির্বাচনের ইভিএম কমিশনিং সম্পন্ন হয়েছে৷ শুক্রবার

অফিসটিলাস্থিত কাউন্টিং হলে পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রিটার্নিং অফিসার প্রসূন দে’র উপস্তিতিতে ইভিএম কমিশনিং সম্পন্ন হয়৷ মোট ৬০টি ইভিএম এই কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাখা হয়েছে৷ এর মধ্যে ৫২টি ইভিএম ভোটাগ্রহণ কেন্দ্রে পাঠানো হবে৷ বাকি ৮টি অতিরিক্ত হিসাবে থাকবে৷ খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার জানিয়েছেন, ইভিএম কমিশনিংয়ের সময় সবকগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ ইভিএমগুলি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কড়া নজরদারীতে খোয়াই অফিসটিলাস্থিত কাউন্টিং হলে রয়েছে৷ উল্লেখ্য, ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি চলছে৷ সম্পন্ন হয়েছে ইভিএম কমিশনিংয়ের কাজ৷ খোয়াাই বিধানসভা কেন্দ্রে ৫২টি পোলিং স্টেশন রয়েছে৷ এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৩ জন৷ ভোট গ্রহণ করা হবে ১৯ নভেম্বর৷ গণনা হবে ২২ নভেম্বর৷
এদিকে, খোয়াই থানার ওসি বদল৷ বিশ্বস্ত সূত্রের খবর৷ ইতিমধ্যে খোয়াইয়ের উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের বিভিন্ন কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ কোন দলই কর্মচারীদের অবৈজ্ঞানিক কাজের শিকার হতে চান না৷ তার মধ্যে অনেক সজ্জন কর্মচারীও নির্বাচন কমিশনের কাছে দায়ের করা অভিযোগের শিকার৷ খোয়াই থানার ওসি হিসেবে কর্মরত আছেন শান্তিরঞ্জন ভূঁইয়া৷ বিশ্বস্ত সূত্রের খবরে জানা গিয়েছে, বামফ্রন্টের দায়ের করা অভিযোগেই নাকি ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ আবার শোনা যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে এসপি বা এসডিপিওর সাথে উনার মনমালিন্য চলছিল এবং বিরোধী রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করার অভিযোগও শোনা যাচ্ছে৷ সব মিলিয়ে খোয়াই প্রশাসনিক স্তরে নানা চিন্তায় কর্মচারীরা৷ কিছু সরকার কর্মচারীদের নির্বাচনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ছবি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে৷