নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ বাংলাদেশের ১১জন সন্দেহভাজনকে সোনামুড়া থেকে আটক করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে৷ জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তারা কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ এদিকে কভীবে তারা বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে এপারে এসেছে এনিয়েও বিএসএফের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ পুলিশ৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার রাতে সোনামুড়া থানার অধীন কড়িয়ামুড়া এলাকার বাসিন্দা জাহির হুসেনের বাড়িতে ২ শিশু ও মহিলাসহ ১১জন বাংলাদেশী নাগরিক অবস্থান করছিল৷ তাদের অবস্থানের খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ জাহির হুসেনের বাড়িতে অভিযান চালায়৷ তাদেরকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়৷ ধৃতরা হল মোক্তার হুসেন (২১), মহম্মদ ইয়সুফ (১৭), মহম্মদ ইয়াসিন (১৭), মসাম্মদ রোকেয়া (১৬), মুস্তাফা (২৪), নুর বেগম (২২), রেহেনা (১০), মাসুম খান (৩২), আমীর হুসেন (২৮) এবং মানিক মন্ডল (৩২)৷ তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক৷ পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে৷ মামলার নম্বর, ১২১/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ১২০ (বি) এবং ৩৭০ (পাঁচ) ধারায়৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ এদিকে, অভিযোগ উঠেছে ধৃতরা মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত৷ যদিও এই অভিযোগ কেবলমাত্র জনসাধারণের তরফ থেকে তোলা হয়েছে৷ পুলিশ, এই অভিযোগ খতিয়ে দেখছে৷ বাংলাদেশী আটকের খবরে এলাকায় চাঞ্চল্য৷
2016-11-10