নাবালিকা ধর্ষিতা,থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৬ নভেম্বর৷৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত বুধিয়া দেববর্মার গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহিলা থানায়  মহিলা তৃণমূলের নেতৃত্বে ডেপুটেশান দেওয়া  হয়৷ মহিলা তৃণমূল নেত্রী অজন্তা ভট্টাচার্য সহ ৮ জনের প্রতিনিধি দল নিয়ে বিশালগড় মহিলা থানার ওসি ষষ্ঠি দাসের নিকট বুধিয়া দেববর্মার ৪৮ ঘন্টার ভিতর গ্রেপ্তার দাবি জানিয়ে এই ডেপুটেশান দেওয়া হয়৷ ঘটনাটি ঘটেছিল ৩১ অক্টোবর এখন পর্যন্ত অভিযুক্ত বুধিয়াকে গ্রেপ্তার করা হল না কেন৷ এই ডেপুটেশানে উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী অজন্তা ভট্টাচার্য, শিবাণী সেনগুপ্ত, চিনু পাল সহ আরো অন্যান্যরা৷  গত ৩১ অক্টোবর কমলাসাগর নন্দকুমার পাড়ায় এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল৷ কালিপুজা দেখতে গিয়ে ঘটনাটি ঘটেছিল৷ বর্তমানে সে এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷  ধর্ষক বুধিয়া দেববর্মা এখনো পলাতক৷ তাই মহিলা থানায় মায়ের দায়ের করা হয়৷