নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ নভেম্বর৷৷ উদয়পুরের ছনবন এলাকার মারুতিভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক৷ আহতদের গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলেছে৷
গোমতী জেলার উদয়পুরের ছনবনে মারুতি ও অটোর মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক৷ তারা হলেন, অটোর চালক রাকেশ দেবনাথ, মারুতির চালক তাপস রায়, তাপস বাবু স্ত্রী সম্পা রায়৷ তাদের প্রত্যেককে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদে জানা যায়, আগরতলা শহরের তাপস রায় রবিবার সকালে সপরিবারে মাতাবাড়িতে পূজো দিতে যান৷ পূজো দিয়ে ফেরার সময় ভাড়া করা মারুতি গাড়িটির সঙ্গে ছনবনে একটি অটোর সংঘর্ষ হয়৷ তাতে সেই ৮ জন আহত হন৷ আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদের চিকিৎসা চলেছে৷মুসলধারে বৃষ্টির মধ্যে প্রবল গতিবেগে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ গাড়ি ও অটো আটক করেছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷
2016-11-07

