নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ বড়জলা কেন্দ্রে উপ নির্বাচনের প্রচারে তেজি ভাব এনেছে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী৷ ঝুমু সরকারকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা গোর্খাবস্তি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন৷ এদিকে প্রচারে অংশ নিয়েছেন কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র কুমার দাসও৷ প্রচারে পিছিয়ে নেই বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীও৷ এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ এবারে বড়জলা কি কংগ্রেসের হাতেই থাকবে, এনিয়ে প্রশ্ণ রাজনৈতিক মহলে৷
হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি৷ ১৯ নভেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন৷ শুক্রবার দলীয় প্রাার্থী ঝুমু সরকারকে সঙ্গে নিয়ে বামফ্রন্টের কর্মী সমর্থকরা বড়জলা কেন্দ্রের গোর্খাবস্তি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন৷ আর মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে বামফ্রন্ট প্রার্থী ঝুমু সরকার নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন৷ এদিন বামফ্রন্ট প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের পা ছুয়ে, হাত ধরে ভোট প্রার্থনা করতে দেখা গিয়েছে৷ ভোটারাও প্রার্থীকে ভোটদানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে জানান ঝুমু সরকার৷
এদিকে, উপনির্বাচনের বড়জলা কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেন্দ্র কুমার দাসকে সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷
আগামী ১৯ নভেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ এই উপ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে জোর প্রচারে ব্যস্ত৷ এর মধ্যে শুক্রবার দলীয় প্রার্থী রাজেন্দ্র কুমার দাসকে সঙ্গে নিয়ে বড়জলা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷ আর এই কেন্দ্র এবারও কংগ্রেসের দখলেই থাকবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বিধায়ক৷ আশাকাঙ্খী নিজের জয়ের ব্যাপারে কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র কুমার দাসও নিজ প্রতিক্রিয়ায় জানালেন এলাকার ভোটারদের স্বতস্ফুর্ত সাড়া পাওয়া যাচ্ছে৷
উল্লেখ্য এদিন বড়জলা কেন্দ্রের নতুন পল্লীতে কংগ্রেস প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়৷ বর্তমানে রাজ্যে কংগ্রেসের যে অবস্থা, তাতে এদিন কংগ্রেস প্রার্থীর বাড়ি বাড়ি প্রচারে যে সংখ্যক কর্মী সমর্থক শামিল হলেন তাতে কিন্তু মোটেও সন্তোষজনক নয়৷
2016-11-05