নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ পেট্রোল সংকট দেখা দিয়েছে রাজ্যে৷ তবে, এনিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছে খাদ্য ও জনসংভরণ দপ্তর৷ মূলত, উৎসবের মরশুমে পেট্রোল লোডিং এবং আনলোডিংয়ে সমস্যা হয়েছে৷ বিশেষ করে দীপাবলী এবং ভাইফোঁটা অনুষ্ঠানের কারণে গুয়াহাটি এবং ধর্মনগর তেল ডিপোতে লোডিং-আনলোডিং সময় মত পর্যাপ্ত হারে হয়নি৷ জানা গেছে, শ্রমিকরা কাজে আসেননি৷ ফলে, ট্যাঙ্কার লোডিং হয়নি৷ এদিকে, গত বুধবার দুর্ঘটনায় এক ট্যাঙ্কারের চালকের মৃত্যু হয়৷ এর জন্য শোক প্রকাশ করতে গিয়ে বৃহস্পতিবার বন্ধ ছিল পেট্রোল লোডিং৷ এছাড়া খালি ট্যাঙ্কারগুলি সময়মত গুয়াহাটিতে না পৌঁছায় তেল ভর্তি ট্যাঙ্কার সেখান থেকে আসতে পারেনি৷ যে পরিমাণ ট্যাঙ্কার আসছে তাতে গোটা রাজ্যে পর্যাপ্ত যোগান দেওয়া সম্ভব হয়ে ওঠেনি৷ একারণে সাময়িক সংকট দেখা দিয়েছে পেট্রোলের৷ খাদ্য দপ্তরের তরফে জানা গেছে, এমনিতে ট্যাঙ্কার ঢুকছে৷ আগামী ৩/৪ দিনের মধ্যে পর্যাপ্ত হারে ট্যাঙ্কার ঢুকবে বলে আশা করছে দপ্তর৷ তাই আগামী ৩/৪ দিনের মধ্যে পেট্রোল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে৷
2016-11-05